আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ব্যাটারী চালিত অটোচার্জার চুরি করে পালানোর সময় দুই চোরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বগুড়া জেলার কাহালু উপজেলার শিতলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৭) ও একই গ্রামের মানিক প্রামানিকের ছেলে আসাদুল ইসলাম (২১)।
এ ব্যাপারে আদমদীঘি থানায় অটোচার্জার মালিক উপজেলার কোমারভোগ গ্রামের আব্দুর রউফ বাদির একটি মামলা করেছে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কোমারভোগ গ্রামের আব্দুর রউফ তার ব্যাটারী চালিত অটোচার্জারটি আদমদীঘি বাসষ্ট্যান্ডে রেখে পাশের একটি দোকানে পাউরুটি নিতে যায়। এসময় ৪ থেকে ৫জন ব্যক্তি তার অটোচার্জারটি চুরি করে পালানোর সময় মিরাজুল ইসলাম ও আসাদুল নামের দুই চোরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোর্পদ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম আলোকিত বগুড়ার প্রতিবেদককে বলেন, আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD