বগুড়ার আদমদীঘির পল্লীতে অগ্নিকান্ডে ৫টি পালার লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই হয়েছে। গত ৩ জানুয়ারী রোববার দিবাগত রাতে উপজেলার স্টেশন-কদমা সড়কের পাশে স্তুপ করে রাখা জোড়পুকুরিয়া তিন ভাইয়ের এই ঘড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আদমদীঘি জোড়পুকুরিয়া গ্রামের লুৎফর রহমান, মোজাম্মেল হক ও তোজাম্মেল হক তাদের প্রায় ১৮ বিঘা জমির রোপা আমন ধান মাড়াই করে ও কিছু খড় বাজারে কিনে তাদের ১০টি গরুকে খাওয়ানোর জন্য ওই সড়কের পাশে একটি ভিটা বা খলিয়ানে বড় বড় ৫টি পালা বা স্তুপ করে রেখে ছিলেন। গত রোববার দিবাগত গভীর রাতে কেবা কারা ঘরের ৫টি পালায় অগ্নিসংযোগ করে। ভোর জানাতে পেরে দেখেন সমস্ত খড় পুড়ে ছাই হয়েছে।
খড়ের মালিক মোজাম্মেল জানায়, সমস্ত খড় পুড়ে যাওয়ায় তাদের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতির পাশাপাশি গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে।
Posted ৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD