বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজের উপর কাটা পড়ে ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুু মামলা দায়ের করা হয়েছো
স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, আজ সোমবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে জিআরপি থানা পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার মর্গে প্রেরন করেন।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারী আত্রাইয়ের বিভিন্ন স্থানে থাকতেন বলে স্থানীয়রা বলেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
Posted ৯:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD