বগুড়া হতে রাজশাহী অভিমুখে তারুণ্যের রোডমার্চ সফল করতে আদমদীঘি উপজেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রোডমার্চের স্থান পরিদর্শন শেষে এক র্যালি বের করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির কমিটির নেতৃবৃন্দ। আজ রোববার আদমদীঘি সদরে গোহাট প্রাঙ্গনে রোডমার্চের পথসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দলীয় সুত্রে বলা হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে একদফা দাবীতে তারণ্যের রোডমার্চ বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আজ রোববার বগুড়া হতে রাজশাহী অভিমুখে যাবার সময় আদমদীঘি উপজেলার সদরে গোহাট প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেই পথসভার (মঞ্চ) স্থান-সহ সকল প্রস্তুতি পরিদর্শন করতে শনিবার দুপুরে আদমদীঘিতে আসেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিবুল হাসান শুভ।
এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, শফিকুল ইসলাম খান লিখন, মামুনুর রশীদ মামুন-সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভার মঞ্চস্থল পরিদর্শন করার পর এক র্যালি বের করে আদমদীঘি বিএনপির দলীয় কার্যালয়ে এসে মতবিনিময় করেন তারা।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia