গতকাল বগুড়া সদরের আশোকোলা মধ্যপাড়া যুব সংঘের উদ্বোধন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংকৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত সৈনিক এ্যাডঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নুনগোলা ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন বলেন, আজকের যুব সমাজই আগামী দিনের সমাজ ও দেশ গঠনের হাতিয়ার। যুব সমাজকে সংগঠিত হয়ে সমাজের ভাল কাজে অংশগ্রহন করতে হবে।
অনুষ্ঠানে যুব সমাজের বিভিন্ন করনিয় দিক তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুনগোলা ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম বিল্লাল হোসেন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃ জাহেদুর রহমান, আমজাদ হোসেন মাষ্টার, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন মতিন, শাহীন আলম মাষ্টার, সান্তনা বেগম, সুলতান মিয়া, ইমরান হোসেন,মাহবুবুর রহমান বাবু, তাইজুল ইসলাম, নূর আলম, সাকিব, কাজল, নাহিদ প্রমুখ। শেষে অতিথিবৃন্দ খেরায় বিজীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD