বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ১০হাজার কোটি টাকার পদ্মা সেতু হয়ে গেল ৩৩হাজার কোটি টাকার প্রকল্প আর এর দুর্নীতির সাথে যারা জড়িত তারা প্রধানমন্ত্রীর কাছের লোক। লোডশেডিং নাকি যাদুঘরে নিয়ে গেছে আওয়ামীলীগ, কিন্তু এখন শহর থেকে গ্রামে সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে।
এসময় তিনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগের সময়ে উচ্চ ফলনশীল মিথ্যা কথার জন্ম হয়েছে, আর সেটা করেছে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে প্রতিনিয়ত ঢাক ঢোল পিটিয়ে উচ্চ ফলনশীল মিথ্যা কথা অনবরত বলেই যাচ্ছেন তিনি।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ডক্টরস এ্যাসোসিয়েশন অব ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও শতাধিত বন্যার্তদের মাঝে বস্ত্র বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ রুহুল আমিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব ড্যাবের, মহাসচিব আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওর্য়াকিং সদস্য প্রকৌশলী মোঃ মাহবুব আলম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকে অসহায় মানুষদের চিকিৎসা ও ফ্রি ওষুধ বিতরণ করে ডক্টরস এ্যাসোসিয়েশন অব ড্যাবের চিকিৎসকরা।
Posted ৯:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD