মাইনুল হাসান মজনু: বগুড়ার সারিয়াকান্দিতে আওলাকান্দি ইএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে আওলাকান্দি ইএম উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, শিক্ষা অফিসার সারোয়ার ইউসুফ জামান, প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।
Posted ১০:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD