বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য ও শৃংখলা ভঙ্গের দায়ে দিনাজপুর বীরগঞ্জ পৌর আ:লীগের সভাপতি মো: মোশাররফ হোসেন বাবুলকে বহিস্কার করেছে দিনাজপুর জেলা আওয়ালীগ।
৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি মো: আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত কার্য্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তাদের মনোনিত প্রার্থী হিসেবে মো: নুর ইসলাম নুরকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত দিয়েছে।
পক্ষান্তরে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বীরগঞ্জ পৌর আ:লীগের সভাপতি মো: মোশাররফ হোসেন বাবুল বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতায় অবর্তীণ হয়েছে। তার এই সিদ্ধান্ত দলের শৃংখলা ভঙ্গের সামিল যে কারনে তাকে সভাপতি পদসহ সকল সদস্য পদ থেকে জেলা আওয়ামীলীগ বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য,দিনাজপুর জেলা আওয়ামীলীগের এই সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামীলীগের সা: সম্পাদকে বরাবরে জানানো হয়েছে।
Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD