রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অস্থিতিশীলতা ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার সোনাতলায় উপজেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মৃদুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিজু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুবলীগ নেতা এনএ জাহান জুয়েল, মিজানুর রহমান, সাইফুল ইসলাম,পরাগ,খালেদ মাসুদ সাগর প্রমূখ।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০১ অক্টোবর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD