বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

অবরোধ কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতার মৃত‍্যু

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
83 বার পঠিত
অবরোধ কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতার মৃত‍্যু

নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে বিএনপি’র ডাকা ৫ম বারের দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচির পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা সাহাবুল সরকার(৩৮) মৃত‍্যু হয়েছে।

সাহাবুল সরকার সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত মোবারক সরকারের ছোট ছেলে। সে পৌর ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ছিলেন। একই গ্রামের ইজিবাইক চালক বিপুল মিয়া সামান‍্য আহত হয়েছে।


জানা যায়, ১৬ নভেম্বর অবরোধ কর্মসূচি পালনের লক্ষে সোনাতলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিল বের করে। ওই মিছিলে যুবদল নেতা সাহাবুল অংশগ্রহন করেন। মিছিল শেষে সকাল সাড়ে ১১টায় ব‍্যাটারি চালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে সোনাতলা রেলস্টেশনের দক্ষিণে শফিফ উদ্দিন রেলগেট সংলগ্ন ইজিবাইক চালক নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তার পাশে উল্টে পড়ে। সেখানে ইজিবাইকের নীচে পড়ে সাহাবুল গুরুতর আহত হলে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন এবং কিছুক্ষণ পড়েই সাহাবুল মৃত‍্যুর কোলে ঢলে পড়েন বলে জানান আবাসিক মেডিক্যাল অফিসার ডা.সুমন। এরপর হাসপাতাল কতৃপক্ষ সাহাবুলের মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

এ ঘটনায় প্রত‍্যক্ষদর্শীরা জানান,ইজিবাইকের অতিরিক্ত গতি থাকায় মোড়ে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে দুঘটনা ঘটেছে।


এ ব‍্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান. সড়ক দুঘটনায় কামারপাড়া গ্রামের সাহাবুল সরকার নামের এক ব‍্যক্তির মৃত‍্যু হয়েছে, কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

যুবদল নেতা সাহাবুলের মৃত‍্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া-১ আসনে সর্বশেষ ধানের শীষের প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির সহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।


Facebook Comments Box

Posted ৯:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:

+৮৮ ০১৭ ৫০ ৯১ ১৮ ৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!